Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রবাসী কল্যাণ শাখা
বিস্তারিত

প্রবাসী কল্যাণ শাখা অত্র জেলায় প্রবাসে অবস্থানকারীদের দেশে অবস্থানরত পরিবারে সুযোগ-সুবিধা, অভিযোগ, প্রবাসে অবস্থানরতদের বৈবাহিক সনদ, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালের চক্রে পড়লে তাদের অভিযোগ গ্রহণ ইত্যাদি সেবা প্রদান করে থাকে।প্রবাসী কল্যাণ শাখা অত্র জেলায় প্রবাসে অবস্থানকারীদের দেশে অবস্থানরত পরিবারে সুযোগ-সুবিধা, অভিযোগ, প্রবাসে অবস্থানরতদের বৈবাহিক সনদ, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালের চক্রে পড়লে তাদের অভিযোগ গ্রহণ ইত্যাদি সেবা প্রদান করে থাকে।


নাগরিক সেবা

                শাখার নাম                 ঃ            প্রবাসী ও কল্যাণ শাখা

ক্রঃ নং

সেবার ধরণ/বিবরণ

সেবা প্রদানের সাথে জড়িত কর্মকর্তা/ কর্মচারীদের পদবী

সেবা গ্রহীতা

সেবা গ্রহীতার জন্য অনুসরণীয় পদ্ধতি

সেবা প্রদানের শর্ত

সেবা প্রদনে অনুসরণীয় পদ্ধতি

প্রদের সরকারী ফি

সেবা প্রদানের সময়সীমা

মন্তব্য

1. 

প্রবাসী বাংলাদেশীদের বৈবাহিক সনদ সম্পর্কিত

জেলা প্রশাসক

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)

ভারপ্রাপ্ত কর্মকর্তা

অফিস সহকারী

জনগণ

মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক

মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক

মন্ত্রণালয়ের নির্দেশনা সঠিকভাবে পূরণ হলে

৫০০/- টাকার চালানের মূল কপি

পত্র প্রাপ্তির     ৭-১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়

 

2. 

প্রবাসী বাঙ্গালীদের অভিযোগ সংক্রান্ত

জনগণ

মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক

-

-

-

-

 

3.                

বৈদেশক কর্মসংস্থান সম্পর্কে উদ্বুদ্ধকরণে উপজেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, স্থানীয় প্রতিষ্ঠান, স্থানীয় এনজিও এবং অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সম্পৃক্তকরণ।

জনগণ

মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক

-

-

-

-

 

4. 

প্রবাসে মৃত্যুবরণকারীর মৃত দেহ নিজ বাড়ীতে পৌঁছানো ও দাফন কাফনে সহায়তা করার এবং তার পরিবারকে আর্থিক সাহায্য প্রাপ্তিতে সহায়তা করা

জনগণ

মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য প্রাপ্তিতে সহায়তা প্রদান

-

-

-

-

-


চলতি প্রকল্পসমূহ

জর্ডান ও ওমানে মহিলা গৃহকর্মী প্রেরণ চলমান রয়েছে।


কার্যক্রম

১.          বৈদেশিক কর্মসংস্থানের জন্য স্থানীয় জনগণকে উদ্বুদ্ধকরণ;

২.          বিদেশে শ্রম বাজারের চাহিদা অনুযায়ী কারিগরী দক্ষতা অর্জনের জন্য স্থানীয় জনগণকে উদ্বুদ্ধকরণ;

৩.          বৈদেশিক চাকুরীর ক্ষেত্রে প্রতারনা সম্পর্কে সহানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে সচেতনামূলক কার্যত্রুম গ্রহণ;

৪.         বৈদেশিক কর্মসংসহান সম্পর্কিত উদ্বুদ্ধকরণ ও সচেতনামূলক কার্যক্রম উপজেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সহানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় এনজিও এবং অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সম্পৃক্তকরণ;

৫          বৈদেশিক চাকুরীর ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা থেকে সংগ্রহ ও বিদেশ গমনেচ্ছুদেরকে তা সরবরাহ;

৬.          বাংলাদেশের সকল প্রাইভেট রিত্রুুটিং এজেন্সীর তালিকা, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে সংগ্রহপূর্বক সংরক্ষণ এবং প্রয়োজনে বিদেশ গমনেচ্ছুদের এতদসংক্রান্ত তথ্যাদি প্রদান;

৭.          প্রাইভেট রিত্রুুটিং এজেন্সীর নামে অন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠান যাতে এ ধরনের কার্যত্রুম পরিচালনা করতে না পারে তা তদারকি করা;

৮.          প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও সমাধানে ব্যবস্থা গ্রহণ;

৯          বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরিত প্রবাসী কর্মীদের অভিযোগ সমাধানে ব্যবস্থা গ্রহণ;

১০.          দেশে বসবাসরত প্রবাসীদের পরিবারকে সর্বপ্রকার হয়রানিমূলক কার্যত্রুম থেকে রক্ষার জন্য যথাযথ সহায়তা প্রদান;

১১.          গ্রামীন উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক কর্মকান্ডে প্রবাসী বাংলাদেশীদের রেমিট্যান্স বিনিয়োগে উদ্বুদ্ধকরণ;

১২.          ক্ষেত্র বিশেষে মৃত্যুবরণকারী প্রবাসীর মৃতদেহ নিজ বাড়িতে পৌছানো ও দাফন/কাফনের ব্যবস্থা করতে সহায়তা প্রদান;

১৩.          প্রযোজ্য ক্ষেত্রে প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পারিবারকে আর্থিক সাহায্য প্রাপ্তিতে সহায়তা প্রদান;

১৪.          বাংলাদেশে ফেরত প্রবাসীদের পেশা ও দক্ষতাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণ;

১৫.          জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভোকেশনাল গাইডেন্স কার্যত্রুম মনিটরিং;

১৬.          জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যক্রম সমন্বয় সাধন;

১৭.         প্রবাসীদের কল্যাণে সরকারকে তথ্য সরবরাহ ও পরামর্শ প্রদান; ও

১৮          সময়ে সময়ে সরকার কর্তৃক এতদসংক্রান্ত অন্যান্য কার্য সম্পাদন করা।


যোগাযোগ

প্রবাসী কল্যাণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা মোবাইল নম্বর: ০১৩২২৮৭৫৫২৭


অন্যান্য

0


ছবি
www.khulna.gov.bd/dcoffice_section/f55a93b5_1c4f_11e7_8f57_286ed488c766/organogram_120.jpg
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা