Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খুলনা বিশ্ববিদ্যালয়

১৯৭৪ সালে ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের রিপোর্টে খুলনা বিভাগে উচ্চ শিক্ষার্থে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়।১৯৭৯ সালের১০নভেম্বর তৎকালীন সরকারের ক্যাবিনেটে খুলনায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনেরসিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অধ্যাদেশ ৫(১)জি ধারা মতেখুলনা বিভাগে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য১৯৮৩ সালে সরকারের কাছে প্রস্তাব পেশ করা হয়।১৯৮৬ সালের১৬ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপনের চুড়ান্ত সিদ্ধান্ত হয়।১৯৮৭ সালেরজানুয়ারি ৪ গেজেটে খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপনের চুড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হয়।১৯৮৯ সালের৯মার্চ তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।১৯৮৯ সালের১অগাস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রহমানকে এইবিশ্ববিদ্যালয়ের প্রথম প্রকল্প পরিচালক এবং পরে বিশ্ববিদ্যালয়ের প্রথমউপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৯০ সালের ৩১ জুলাই তারিখে খুলনাবিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস হয় যা এই প্রতিষ্ঠানের কার্যবিধি নিয়ন্ত্রণকরে।অবশেষে, ১৯৯১ সালের২৫নভেম্বর একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীনপ্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া । ঐ বছর থেকে মোট চারটি ডিসিপ্লিনে ৮০ জন ছাত্রছাত্রী নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।

খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা শহরের অদূরে বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত।এখানে বর্তমানে ৫ টি অনুষদের অধীনে ২১ টি ডিসিপ্লিন এবং ১ টি ইনস্টিটিউট রয়েছে।

বিজ্ঞান, প্রকৌশলওপ্রযুক্তিস্কুল

  • স্থাপত্য ডিসিপ্লিন
  • কম্পিউটার বিজ্ঞান ও কৌশল ডিসিপ্লিন
  • নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিন
  • ইলেক্ট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল ডিসিপ্লিন
  • গণিত ডিসিপ্লিন
  • পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন
  • রসায়নবিজ্ঞান ডিসিপ্লিন
  • পরিসংখ্যান ডিসিপ্লিন

 জীববিজ্ঞানস্কুল

  • ফিশারীজ ও মেরিন রিসোর্স টেকনোলজী ডিসিপ্লিন
  • ফরেস্ট্রী ও উড টেকনোলজী ডিসিপ্লিন
  • পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন
  • বায়োটেকনোলজী ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন
  • মৃত্তিকা বিজ্ঞান ডিসিপ্লিন
  • এগ্রোটেকনোলজী ডিসিপ্লিন
  • ফার্মেসি ডিসিপ্লিন

 ব্যবস্থাপনাওব্যবসায়প্রসাশনস্কুল

  • ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন

১৯৯১ সালে ব্যবসায় প্রশাসন অনুষদের পরিচয় হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে। ৪বছরের ব্যবসায় প্রশাসন এ স্নাতক ডিগ্রী (ব্যবস্থাপনা) দেবার ক্ষেত্রে এবিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ বাংলাদেশের মাঝে এক অগ্রদূত(আরেকটি হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। বাংলাদেশ এবং দক্ষিণ এশীয়অঞ্চলের ব্যাবস্থাপনা ও পরিচালনা পদ্ধতিগুলির উন্নয়নের জন্য এই অনুষদপ্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি তার ব্যবস্থাপনা উন্নয়ন ফোরামে যেমনAMDIB (Association of Management Development Institutions of Bangladesh) and AMDISA (Association of Management Development Institutions in South Asia ) তে সক্রিয় অংশগ্রহণ মাধ্যমে প্রতিফলিত হয়। ১৯৯৫ সাল থেকেবাংলাদেশ নৌ কর্মকর্তাদের জন্য নিয়মিত ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচীথেকে এই প্রতিশ্রুতি আরো মূর্তমান হয়ে উঠে। দক্ষ শিক্ষকমণ্ডলী অক্লান্তপরিশ্রম করে যাচ্ছেন যাতে ছাত্ররা পাস করে বের হয়ে চাকরি ক্ষেত্রে ভালজায়গায় পৌছাতে পারে এবং তাদের মেধার সাক্ষর রাখতে পারে।

 

কলাওমানবিকস্কুল

  • ইংরেজী ভাষা ও সাহিত্য ডিসিপ্লিন
  • বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিন

সমাজবিজ্ঞানস্কুল

  • সমাজবিজ্ঞান ডিসিপ্লিন
  • অর্থনীতি ডিসিপ্লিন
  • উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিন

 চারুকলাইন্সটিটিউট

  • ড্রয়িং ও প্রিন্ট মেকিং
  • পেইন্টিং
  • স্কাল্পচার (ভাস্কর্য)

 তথ্যওযোগাযোগপ্রযুক্তিইন্সটিটিউট

প্রস্তাবিত

 মর্ডানল্যাঙ্গুয়েজসেন্টার

  • ইংরেজি ভাষা সার্টিফিকেট কোর্স
  • জাপানি ভাষা সার্টিফিকেট কোর্স
  • ফরাসি ভাষা সার্টিফিকেট কোর্স
  • ফারসি ভাষা সার্টিফিকেট কোর্স

সংগঠন

রাজনৈতিক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বিষয়ক পরিচালকের দপ্তর কর্তৃক জারীকৃতশিক্ষার্থী আচরণ বিষয়ক নীতিমালা অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেররাজনৈতিক কর্মকান্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে শিক্ষক ও কর্মচারী -কর্মকর্তাদের জন্য রাজনীতি বিষয়ক কোন প্রকার বাধ্য-বাধকতা নেই।

সাংস্কৃতিকওঅন্যান্যসংগঠনসমূহ

  • নৃ-নাট্য (নাটক)
  • থিয়েটার নিপুন(নাটক)
  • ব-পাঠ(পাঠক)
  • ছায়াবৃত্য(আবৃতি)
  • ৩৫ মিমি.(মুভি ক্লাব)
  • খুলনা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ফটোগ্রাফি ক্লাব)
  • ওঙ্কার-শৃনুতা
  • ভৈরবী(সংগীত)
  • রোটারেক্ট ক্লাব (সেচ্চাসেবক)
  • বাধন (রক্তদান কর্মসূচি )
  • স্পার্ক (নাচের ক্লাব)
  • নয়েজ ফেক্টোরি (ব্যান্ড সংগীত)

 বিবিধ

স্থাপত্যনিদর্শনসমূহ

গ্রন্থাগারভবনসমূহ

  • কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন
  • শার্লি ইসলাম গ্রন্থাগার ভবন

একাডেমিকভবনসমূহ

  • একাডেমিক ভবন ১
  • একাডেমিক ভবন ২
  • একাডেমিক ভবন ৩

আবাসিকহলসমূহ

অন্যান্য

  • রেজিস্টার ভবন
  • প্রশাসনিক ভবন
  • কেন্দ্রীয় ক্যাফেটারিয়া
  • মেডিকেল সেণ্টার
  • পোস্ট অফিস ভবন
  • টিচার্স কোয়ার্টারস ও ডরমিটরি
  • কেন্দীয় শহীদ মিনার
  • মুক্তিযুদ্ধের ভাষ্কর্য

এবিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়েরশিক্ষক অধ্যাপক ড. গোলাম রহমান। বর্তমানে অধ্যাপক ড. মো: ফায়েক উজ্জামান এবিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন খুলনা বিশ্ববিদ্যালয়